Tuesday, January 9, 2024

দুপুর মিত্রের তিন শব্দের কবিতা

 


Warning adult game

১. ট্রেন
একটি
দীর্ঘশ্বাস।

২. চাকাতেই
আমার
ভয়।

৩.মানুষেরও
গতিপথ
থাকে।

৪.মুখ
মূলত
আলো।

৫.শিমুল
ফুল
লাল।

৬.গ্রাম
ছোট
হয়।

৭.গাছ
কথা
বলে।

৮.শহর
বড়
হয়।

৯.প্রতীক্ষা
একটি
গাছ।

১০.সুখীরা
দুঃখ
গায়।

১১.বালিশের
ভেতর
স্বপ্ন-তুলো।

১২.এখনো
লিখি
তোমাকে।

১৩.পড়ে
আছে
হারমোনিয়াম।

১৪.বৃষ্টিজল
পড়ে
সংসারে।

১৫.দরিদ্র
ভালবাসা
আমাদের।

১৬.জোনাকি
ঝোপে
থাকে।

১৭.ভেঙে
পড়ল
আকাশ।

১৮.পিঁপড়েদের
বাড়ি
থাকে।

১৯.পকেটভর্তি
তোমার
সিগারেট।

২০.হাওয়ায়
ছাই
ওড়ে।

২১.মানুষের
ইতিহাস
নেই।

২২.বিজ্ঞান
মূলত
যাদুবিদ্যা।

২৩.সাঁতার
শেখানো
পুকুর।

২৪.জানালা
খুললেই
তুমি।

২৫.শীতকাল
আবার
আসবে।

২৬.লালরং
ভিতরে
থাকে।

২৭.ভাঙনের
শব্দ
থাকে।

২৮.গতকাল
ফিরে
আসব।

২৯.তীব্রঘ্রাণফুলে
সাপ
আসে।

৩০.রাতেফোটাফুলের
ঘ্রাণ
তীব্র।

৩১.সাদাফুল
রাতে
ফোটে।

৩২.মৃতমাছ
তাকিয়েই
থাকে।

৩৩.তোমার
মত
চোখ।

৩৪.হৃদয়কে
শাসন
কর।

৩৫.মাথা
দিয়ে
হাঁটছি।

৩৬.প্রতিবাদের
ভাষা
চিৎকার।

৩৭.ঢেউয়ে-ঢেউয়ে
শব্দ
হয়।

৩৮.অস্পষ্টতা
আনে
আলোও।

৩৯.দেয়ালে
শ্যাওলা
জন্মায়।

৪০.জীবিতেরও
মৃতচোখ
থাকে।

৪১.আয়না
হচ্ছে
মুখোশ।

৪২.সমুদ্র
সূর্যের
ঘর।

৪৩.রক্তগোলাপে
রক্ত
থাকেনি।

৪৪.রংধনু
বাকা
থাকে।
৪৫.রোদ
পুনর্জাগরণের
মত।

৪৬.মেঘ
থেকেই
বৃষ্টি।

৪৭.কোলাহল
কান্না
লুকায়।

৪৮.মৃত্যু
সমুদ্রের
মত।

৪৯.কাচে
ঘেরা
পুতুল।

৫০. দেয়াললিখনে
বিজ্ঞাপিত
তুমি।


Warning adult game