১.ঝড়
অহংকারী।
২.ঘাস
মানুষমুখী।
৩.পুকুর
সহানুভূতিশীল।
৪.পৃথিবীও
হাঁটে।
৫.জ্বলাটাই
মোমস্পর্ধা।
৬.চঞ্চলতাই
জীবন।
৭.সময়
বরফ।
৮.কারখানা
একা।
৯.স্মৃতিরা
মেয়ে-হোস্টেল।
১০.চোরাবাজার
নাচে।
১১.ঝিঁঝিঁপোকা
গম্ভীর।
১২.রোদহারানো
দুপুর।
১৩.দৃশ্যরা
চোখবন্দী।
১৪.বৃষ্টিও
ভাসায়।
১৫.জনপদ
জাগে।
১৬.অন্ধঋষি
গায়।
১৭.স্বপ্ন-মারা
কল।
১৮.অচেনা
বিছানা।
১৯.হাসিগুলো
কোথায়?
২০.কুয়াশভর্তি
প্রেম।
২১.বিজ্ঞাপনের
হাসি।
২২.ফুটেছিল
নাভি।
২৩.হাসিই
লুম্পেন।
২৪.বর্ষা
রজঃবতী।
২৫.শহরতলি
একা।
২৬.মেধাবী
কষ্ট।
২৭.ব্যক্তিগাড়ি
উড়ছে।
২৮.সন্ধ্যা
ক্ষণস্থায়ী।
২৯.সুটকেশে
সংসার।
৩০.সমুদ্রতীর
সমুদ্রেরই।
৩১.মার্কসীয়
ক্ষত।
৩২.উৎকণ্ঠার
লজ্জা।
৩৩.স্নানঘরের
শব্দ।
৩৪.হৃদয়ে
নগ্নছবি।
৩৫.পাখিরাও
কাঁদে।
৩৬.কাঠের
প্রেমিকা।
৩৭.কাঁটাতারের
স্বপ্ন।
৩৮.সিগারেটের
টুকরো।
৩৯.আমরা
বিপরীতগামী।
৪০.দূরের
বারান্দা।
৪১.বিজিতরাই
হারে।
৪২.ছায়াও
চলমান।
৪৩.মাছও
ওড়ে।
৪৪.সমুদ্র
বাড়ে।
৪৫.পদচিহ্ন
হারায়।
৪৬.পলাতক
সিংহ।
৪৭.জলের
আকাশ।
৪৮.অর্থের
অর্থহীনতা।
৪৯. মুঠোবন্দী
কান্না।
৫০.স্মৃতিই
মৃত্যু।