Tuesday, January 9, 2024

হ্যাশট্যাগ কবিতা : দুপুর মিত্র

  

হ্যাশট্যাগ কবিতা

দুপুর মিত্র



প্রথম প্রকাশ: ০১ ফেব্রুয়ারি , ২০১৯

বইটি বিক্রির জন্য নয়

কপিলেফ্ট। এই বইয়ের সমস্ত লেখা কপিলেফ্ট।  এই বইটির যে কোন অংশ যে কেউ অবাণিজ্যিক ও অলাভজনক উদ্দেশ্যে
মূল লেখক ও লেখাকে অবিকৃত রেখে লেখক ও প্রকাশকের অনুমতি ব্যতিরেকেই যে কেউ নকল এবং পরিবেশন করতে পারবেন।
এছাড়া বইটি কেবল মাত্র ই মেইলে লেখকের সাথে যোগাযোগ করে যে কেউ বিনামূল্যে সংগ্রহ করতে পাবেন।  ই মেইল ঠিকানা-
mitra_bibhuti@yahoo.com

প্রকাশক
দুপুর মিত্র

প্রচ্ছদ
দুপুর মিত্র

 

 

 

 

 

 

 

 

 

 

 

#হ্যাশট্যাগ_কবিতা

#দুপুর_মিত্র

 


#হ্যাশট্যাগ_কবিতা ৫০

#দুপুর_মিত্র

#ঘাসফুল: কেউ তাকে চিনবে না, কেউ তাকে জানবে জেনেও ঘাসফুল ফোটে,

মুখে হাসি নিয়ে কাটিয়ে দেয় পুরোটা জীবন।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪৯

#দুপুর_মিত্র

#পাথর: দীর্ঘদিন পাথর রেখে দিলে যে পাথর বড় হয়, সে পাথর জীবন্ত পাথর।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪৮

#দুপুর_মিত্র

#পথ : পথ কখনো ঘুমায় না, রাতেও সে জেগে থাকে।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪৭

#দুপুর_মিত্র

#বনের #আগুন : স্থির দাড়িয়ে থাকা গাছে গাছে ঘর্ষণেও আগুন লাগে, সেই আগুনে পুড়ে যায় বনের পর বন।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪৬

#দুপুর_মিত্র

#সূর্য: সূর্য নিজের কারনেই আলো দেয়, পৃথিবীকে আলোকিত করা সূর্যের উদ্দেশ্য নয় ।

 

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪৫

#দুপুর_মিত্র

#আগুন: আগুনের প্রকৃতিই এমন শুকনো কিছু পেলে তাকে নিয়ে সে জ্বলতে থাকে। ।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪৪

#দুপুর_মিত্র

#হেলিকপ্টার: ছোটবেলায় ঘাসফড়িংয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে খেয়াল করলাম একদিন আমি হেলিকপ্টারের পেছনে দৌড়াচ্ছি ।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪৩

#দুপুর_মিত্র

#বৃক্ষ: বৃক্ষ স্থির দাঁড়িয়ে থাকলেও শিকড় ছড়িয়ে পড়ে শহরের আনাচে কানাচে ।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪২

#দুপুর_মিত্র

#মেঘ: মেঘ সব সময় কাল রঙের হয় না, কখন সাদা, কখন হয় লাল রঙের ।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪১

#শিশির

সারারাত গায় গান

ফোটায় ফোটায় নাচে

পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে একে ওকে ডাকে

ঘুমের ভেতর সুখ হয়ে ডুকরে ডুকরে কাঁদে

শিশিরের মত কেউ

স্বপ্নের ভেতর খেলে যায় ঢেউ

 

#হ্যাশট্যাগ_কবিতা ৪০

#দুপুর_মিত্র

#কবিতা : সবার কবিতা লিখতে হয় না, কারও কারও চোখ দেখলেই বোঝা যায় কি কবিতা লেখা আছে ভিতরে।

 

#হ্যাশট্যাগ_কবিতা ৩৯

#দুপুর_মিত্র

#ঢেউ : দুহাতে যত ঢেউ ছড়াও, ঢেউ কখনো কিনারায় পৌঁছায় না।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩৮

#দুপুর_মিত্র

#আকাশ : মাঠের ওপর শুয়ে থাকলে আকাশকে বুকের কাছাকাছি মনে হয়।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩৭

#দুপুর_মিত্র

#শিশির: শিশির সারারাত পড়লেও শিশিরে ভিজে না সমস্ত ঘাসের শরীর।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩৬

#দুপুর_মিত্র

#ঝিনুক: সমুদ্রের পাড় ধরে যে ঝিনুক কুড়োয়, তা আসলে ঝিনুকের মৃতদেহ।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩৫

#দুপুর_মিত্র

#পুকুর: পাড় ভাঙতে ভাঙতে পুকুরও ধীরে ধীরে বড় হয়।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩৪

#দুপুর_মিত্র

#ফুল: ফুলের গায়ে কেউ কেউ বিষ মেখে রাখে যেন বাগানের ফুল কেউ না চুরি করে।

 

 

#হ্যাশট্যাগ কবিতা ৩৩

#দুপুর_মিত্র

#ভালবাসা: পাখিকে মুক্ত করার পর সে যদি আবার তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে ভালবাসার জয় হয়েছে।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩২

#দুপুর_মিত্র

#বড় রাস্তা : বড় রাস্তায় কখনো উপরে হাঁটা যায় না, পাশ দিয়ে হাঁটতে হয়।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩১

#দুপুর_মিত্র

#কবুতর : শান্তির সাদা কবুতর উড়ে উড়ে চলে যায়, ফিরে আসে না কখনো।

 

#হ্যাশট্যাগ কবিতা ৩০

#দুপুর_মিত্র

#বৃষ্টি: শীতের রাতের বৃষ্টি শীত আরও বাড়িয়ে দেয়।

 

#হ্যাশট্যাগ কবিতা ২৯

#দুপুর_মিত্র

#রোদ: রোদ যত আসতে থাকে, কুয়াশা তত তাড়াতাড়ি পালিয়ে যায়।

 

#হ্যাশট্যাগ কবিতা ২৮

#দুপুর_মিত্র

#মেঘ

মেঘের কাছাকাছি গেলে মেঘ হাওয়ায় মিলিয়ে যায়।

 

#হ্যাশট্যাগ কবিতা ২৭

#দুপুর_মিত্র

#দেয়াল

আমরা বাড়িঘর দেয়াল দিয়ে ঘিরে রাখি। এভাবে তৈরি হয় আমাদের সম্পর্কের দেয়াল।

 

#হ্যাশট্যাগ কবিতা ২৬

#দুপুর_মিত্র

#নদী: নদী যতই জলে ভাসুক,জলের স্রোতে জাগুক কান্নার শব্দ,

যে কোন নদীর পাশেই জেগে ওঠে বালুর চর

সেইখানে ছোট ছেলেমেয়েরা তৈরি করে বালুর ঘর।

 

 

#হ্যাশট্যাগ কবিতা ২৫

#দুপুর_মিত্র

#পাপোস: জীবনের ধূলো তবু রয়ে যায়

পাপোসে জীবন ঘষলেও কিছু ধূলো ঢুকে পড়ে সংসারে।

 

#হ্যাশট্যাগ কবিতা ২৪

#দুপুর_মিত্র

#ঘাস: মানুষ চলাচলের রাস্তায় কখনো ঘাস জন্মায় না।

 

#হ্যাশট্যাগ কবিতা ২৩

#দুপুর_মিত্র

#সমুদ্র: সমুদ্রের মাছ নুনতা হয়। এমনকি সমুদ্রে থাকা গাছও। সমুদ্রের ঢেউ যে মানুষের গায়ে আছড়ে পড়ে, সেই মানুষও নুনতা হয়।

 

#হ্যাশট্যাগ কবিতা ২২

#দুপুর_মিত্র

#ছায়া: আলোর উপর নির্ভর করে মানুষের ছায়া। কিছু ছায়া দীর্ঘ হয়। কিছু ছায়া মাঝারি অথবা ছোট। আলো তেরচা করে পড়লে ছায়ারা তেরচা হয়ে যায়। আলো খাড়াভাবে পড়লে ছায়ারা মাঝে মাঝে বিলীন হয়ে যায়।

 

#হ্যাশট্যাগ কবিতা ২১

#দুপুর_মিত্র

#নক্ষত্র: নক্ষত্রেরা কোথাও যায় না হয় স্থির হয়ে জ্বলতে থাকে আকাশে নয়ত ধপ করে পড়ে যায়

পৃথিবীর কাছে আর আসতে পারে না মিলিয়ে যায় আকাশেই ।

 

#হ্যাশট্যাগ কবিতা ২০

#দুপুর_মিত্র

#শিশির : যে সূর্যের আলো আটকে ছিল শিশিরের গায়ে, সেই সূর্যের আলোই শিশিরকে নিয়ে চলে যায় পৃথিবী থেকে।

 

#হ্যাশট্যাগ কবিতা ১৯

#দুপুর_মিত্র

#পাখি: পাখিদের আমরা ভালবাসি। সবচে বেশি ভালবাসি টিয়া ময়নাপাখি। কেননা তারা আমাদের ভালবাসার সাড়া দেয় তাড়াতাড়ি। মানুষের মত কিছু কিছু কথাও বলে। ভালবাসি বলে আমরা এসব পাখিদের খাচায় ভরে রাখি। যেন তারা কোথাও না যেতে পারে। ভালবাসাকে আগলে রাখি খাচায়। বক্ষপিঞ্জরে থাকা হৃদপিণ্ডও ভালবাসার কথা পুষে রাখে নিরবে। প্রকৃতিই এমন। যে যাকে ভালবাসে তাকে খাচায় ভরে রেখেই কি সুখ পায় মানুষ?

 

#হ্যাশট্যাগ কবিতা ১৮

#দুপুর_মিত্র

 

#নদী: নদীর কথা কেউ কেউ শুনতে পায়। সবাই না, কেউ কেউ জানে নদী কত মায়াময়। তাই অজস্র মানুষের ভেতর কেউ কেউ নদী দেখলে স্থির হয়ে যায়। কেউ কেউ প্রতিদিন নদীর কাছে এসে দেখে সূর্য কিভাবে ডুবে যায় নদীতে। সবাই নদীর কাছাকাছি যায় না। সবাইকে নদী ডাকে না। যাদের ডাকে তাদের কোনদিন সংসার হয় না।

 

#হ্যাশট্যাগ কবিতা ১৭

#দুপুর_মিত্র

#শীতকাল: শীতকাল আসলেই শুয়ে থাকতে ইচ্ছে করে। শীতকাল আসলেই বিছানায় লেপ মুড়িয়ে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে অনন্তকাল। আমি আমার শরীরের ভেতর ঢুকে যাই। শরীরের চারপাশে গরমের প্রলেপ দিয়ে রাখি। আমি আর আমার সমস্ত বিশ্বজগৎ ওম নিতে থাকে শরীরের ভেতর। শীতকাল আসলে আমার শরীরের ভেতর খেলতে থাকে বিশ্বব্রহ্মাণ্ড আর আমি।

 

#হ্যাশট্যাগ কবিতা ১৬

#দুপুরমিত্র

#সাঁতার : জলের উপর সাঁতার কাটতে ভাল লাগে। সবচে ভাল লাগে জলের উপর ভেসে থাকতে। হাত পা না নাড়িয়ে জলের উপর ভেসে থাকলে অন্যরকম মনে হয়। মনে হয় এভাবে ভাসতে ভাসতে যেদিকে যাব সেটাই আমার গন্তব্য।

 

#হ্যাশট্যাগ কবিতা ১৫

#দুপুরমিত্র

#ক্যামেরা: ক্যামেরা আমার দিকে তাকিয়ে আছে এটা দেখলেই আমার ভয় লাগে। ফ্ল্যাশ লাইট জ্বললেই ভয়ে কেঁপে উঠে বুক। মনে হয় আমাকে হত্যা করে কেউ একজন আরেকটি আমি বানাচ্ছে।

 


#হ্যাশট্যাগ কবিতা ১৪

#দুপুরমিত্র

#সূর্য: গাছ যত সরিয়ে রাখা হোক না কেন, ডাল পালা লতা পাতা সরিয়ে রাখলেও সূর্যের দিকে ঢলে পড়বে তারা। সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকবে, হাত নেড়ে ডাকবে। আর সূর্য চলে গেলে মাথা নিচু করে, মাথায় হাত দিয়ে বসে থাকবে বৃক্ষ, বৃক্ষের সমূহ পাতা।

 

#হ্যাশট্যাগ কবিতা ১৩

#দুপুরমিত্র

#ফুল: পাতা-কাণ্ড যাই থাকুক না কেন, ফুল যে কোন গাছেই সুন্দর। এমনকি অতি ক্ষুদ্র ঘাসফুলও। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা কচুরিপানা গাছের ফুলও আমাদের পুলকিত করে। গাছ যাই হোক না কেন ফুল তার স্বপ্ন হয়ে ফোটে।

 

#হ্যাশট্যাগ কবিতা ১২

#দুপুরমিত্র

#মাটি: মাটির রঙ নয়, মাটির উপর জেগে ওঠা সবুজ রঙই আমাদের প্রশান্তি দেয়।

 

#হ্যাশট্যাগ কবিতা ১১

#দুপুরমিত্র

#চোখ: মানুষ যত কান্না করে, চোখে তত শ্যাওলা জমে।

 

#হ্যাশট্যাগ কবিতা ১০

#দুপুরমিত্র

#টিয়াপাখি : টিয়াপাখি তোমার নাম ধরে ডাকলেও

তার মনের কথা তোমাকে বলতে পারে না।

 

#হ্যাশট্যাগ কবিতা ৯

দুপুর মিত্র

#সমুদ্র: সমুদ্রই ঈশ্বর বলে সবসময় মানুষকে কাছে টানে

দূর থেকে গড়িয়ে এসে আছড়ে পড়ে পায়ের কাছে

শো শো শব্দে নেচে উঠে মানুষ

মানুষের হৃদয়

 

#হ্যাশট্যাগ কবিতা ৮

দুপুর মিত্র

#পা: মানুষ যত বেশি দামি জুতা পরে, তত বেশি কম হাঁটে।

 

#হ্যাশট্যাগ #কবিতা ৬

দুপুর মিত্র

#আকাশ: আকাশ যতই উপরে থাকে,শুয়ে থাকে নদীর উপরেই।

#বৃক্ষ : বৃক্ষ যতই বড় হোক, শিকড় জড়িয়ে রাখে মাটিকেই।

#চাঁদ : তাপ না থাকলেও চাঁদের আলো এসে ঢুকে পড়ে ঘরে।

#প্রেম: প্রেম যতই ভেসে বেড়াক না কেন পূর্ণতা পায় ঘরেই।

 

#হ্যাশট্যাগ #কবিতা ৫

দুপুর মিত্র

#পাতা : সবুজ পাতা পচে কাল রঙের মাটি হয়।

#শব্দ : শব্দেরা অক্ষরের মত পড়ে থাকে যদি না থাকে হৃদয়।

 

 

#হ্যাশট্যাগ #কবিতা ৪

দুপুর মিত্র

#ইলিশ মাছ ভাজি #পালং শাক #রুই মাছের ঝোল #পেপের সুপ্ত

#বেগুন ভর্তা #মুরগির মাংস

#সাজানো টেবিল #সংসারে ফোটা পদ্ম

 

#হ্যাশট্যাগ #কবিতা ৩

দুপুর মিত্র

#ধূলা পথে পথে উড়ে বেড়ায়

পড়ে থাকে পথে

কিছু ধূলা পায়ের সাথে এসে মিশে

কিছু ধূলা পায়ের সাথে মিশে

ঢুকে পরে ঘরে

কিছু ধূলা তৈরি করে #ধূলার #সংসার

 

#হ্যাশট্যাগ #কবিতা ২

দুপুর মিত্র

 

#কুয়াশা

সাদা বাতাসের ভেতর ঢুকে পড়ে মানুষ

#সকাল

পৃথিবীর গায়ে জমে ফোটা ফোটা শিশিরের সুর

#সূর্য

রোদ যত তীব্র হয়

শিশিরেরা উড়ে যায় জেগে ওঠে মানুষের ভোর

#সন্ধ্যা

আলো ক্রমে সরে গেলে অন্ধকার অন্ধকার হলে ফিরে আসে তারা

 

#হ্যাশট্যাগ #কবিতা-১

দুপুর মিত্র

#সাদা: হাসতে হাসতে উড়ে গেল

#কালো: ভিজতে ভিজতে নেমে এল