Monday, April 2, 2012

আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে মাজার ব্যবসা করছেন বামেরা, আমার স্ট্যাটাসের প্রেক্ষিতে গল্পকার অদিতি ফাল্গুনী

আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে মাজার ব্যবসা করছেন বামেরা, আমার স্ট্যাটাসের প্রেক্ষিতে গল্পকার অদিতি ফাল্গুনী by Dupur Mitra on Thursday, 1 December 2011 at 13:26 · ‎ গতকাল রাতে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম অমোঘ বচন হিসেবে। সেখানে লিখেছিলাম আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে বামদের চেচামিচি শুনতে শুনতে ইদানিং আমার তার সাহিত্যকে প্রোপাগান্ডিস্ট সাহিত্য ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। - অমোঘ বচন : দুপুর মিত্র এতে বেশ কিছু মন্তব্য এসেছে। মন্তব্যগুলোর মধ্যে গল্পকার অদিতি ফাল্গুনীর একটি মন্তব্য আমাকে বেশ ভাবিয়ে তুলে। কারণ আমি যতটা না এখানকার মূলস্রোতের সাহিত্যে যারা ভ্যানগার্ড, তাদের সঙ্গে এক্টিভিজমে জড়িত. তার চাইতে অদিতি দি অনেক বেশি জড়িত এবং উনি ইলিয়াসকে নিয়ে যারা কাজ করছেন, তাদের কাছেও বেশ সুপরিচিত। যার ফলে তার মন্তব্যকে অনেক গুরুত্ব দেওয়াটাই সমীচীন। উনি বেশ অকপটেই মন্তব্য করলেন, কিছু বাম তাকে নিয়ে (আখতারুজ্জামান ইলিয়াস) ব্যবসা করে। সেই বাম এরা বেচে থাকতে ইলিয়াসের চিকিতসা বা কোনও দরকারে আসেনি। মৃত্যুর পর তার মাজার ব্যবসা করে। কিন্তু ইলিয়াস এর প্রকৃত অনুসারী তরুণ লেখকদের প্রতি উপেক্ষা ও অবজ্ঞা প্রকাশ করে তারা। এবং যেই তরুণরা হুমায়ুন আহমেদ জাতীয় লেখা লেখে, তাদের আনুকুল্য দেয়। এমন কিছু ইলিয়াস পূজারী জ্ঞানপাপী বাম তরুণ ইন্টেলেকচুয়াল আশ পাশে দেখতে পাবেন। তাতে ইলিয়াসের কিছু আসে যায় না। @ Dupur, kichu bam tanke niye byabsa kore. Sei bam era benche thakte Ilias er chikitasa ba kono darker e aseni. Mrittur por tar majar byabsa kore. Kintu Ilias er prokrito onusari torun lekhak der proti upekhkha o obogga prokash kore tara. Ebong jey torun ra Humayun Ahmed jatiya lekha lekhe, tader anukulya dei. Eman kichu chadma Ilias pujari gyan papi bam torun intellectual ash pashe dekhte paben. Tate Ilias er kichu ase jaina. এই মন্তব্য এমন কিছু বিষয়কে সামনে আনছে যে গল্প বা উপন্যাস লেখকদের বা ফিকশন রাইটারদের এ নিয়ে ভাবতে বাধ্য করে। Like · · Unfollow post · Share · Delete Ashim Saha, Nirjhar Mazumder, Shamal Chandra Nath and 9 others like this. 4 shares Audity Falguni Dupur, katha kawa to mushkil bhai tomar sathe. Eita diya abar emon news heading keno korla? Jai hok, ja bolchi bolchi. Karo nam to boli nai. Jahader bola hoiyache, tahara nishchit bujhiben. Jey churi kore nai, tahake chor bolileo sey bujhite pare na. Ar jey churi kore, sey dur theke shona matro bhetor e bhetor e bhoy pai. 1 December 2011 at 14:59 · Unlike · 4 Dupur Mitra ame asa kore apne veto non jemon ameo na. ar news korene eta sobaike jananu dorkare mone korse. dede vul kore thkle khoma korben asha kore Audity Falguni 1 December 2011 at 15:02 · Like Bablu Bhattacharjee · 33 mutual friends bam kara.....Mohajot gothone jara shorik hoy, tahader ki bam bole? Audity jeta boleche, thik-i boleche. 2 December 2011 at 07:18 · Like Pushpo Bihongo জল যতটুকু পান করা সমীচীন ঠিক তার বেশি পান করলে ওয়াটার টক্সিসিটি হয়, জানেন নিশ্চয়? 2 December 2011 at 12:59 · Like · 1 Anupom Chowdhury হুম, আসলেই তাই ? 2 December 2011 at 14:09 · Like Salah Uddin Shuvro অদিতি ফাল্গুনী কিছু বামের নাম না উল্লেখ করলেও প্রকৃত ইলিয়াস অনুসারীদের লগে নিজের যুক্ত রাখছেন। আবার হুমায়ূন আহমেদীয় ধারার লগে এর রাজনৈতিক বিরোধও স্থাপন করছেন। জ্ঞান পাপী বামদের রাজনীতি ইলিয়াসের কিছু করতে না পারলেও অদিতি ফাল্গুনীর কিছু না কিছু তারা করছে, এটা কিন্তু বেশ বুঝা গেল। 2 December 2011 at 17:36 · Like · 1 Dupur Mitra আমি আদিতিদির প্রসঙ্গ ধরে এখানে বাম ও আখতারুজ্জামান ইলিয়াস , তরুণ লেখকদের বিষয়টিকে সামনে এনেছি শুভ্র । কারও ব্যক্তিগত প্রসঙ্গকে নয়। তোমার এখানে ব্যক্তিগত প্রসঙ্গকে নিয়ে আসাটা কি ঠিক হয়েছে। Salah Uddin Shuvro 4 December 2011 at 01:09 · Like Salah Uddin Shuvro অদিতি ফালগুনীরে তো তুমি নিজেই এইখানে মতবাদ হিসাবে হাজির করলা। ব্যক্তিগত আর উনি থাকলেন কই। তিনি তো পক্ষ, 'প্রকৃত ইলিয়াস অনুসারি' পক্ষ। Dupur 4 December 2011 at 12:46 · Like Dupur Mitra জ্ঞান পাপী বামদের রাজনীতি ইলিয়াসের কিছু করতে না পারলেও অদিতি ফাল্গুনীর কিছু না কিছু তারা করছে, এটা কিন্তু বেশ বুঝা গেল। এটা কেমন কথা হল এ কথার মানে কি এটা কি মতবাদের আদিতিদি না ব্যক্তি আদিতিদি Salah Uddin Shuvro 4 December 2011 at 13:08 · Like Salah Uddin Shuvro ‎Dupur তুমি মনে হয় একটা নিরাপদ আলোচনার দাবি করতেছ। অকাতরে বাম পন্থীদের গালি দেয়া বিবৃতিতে এমন কিছুই আছে যা অদিতি ফালগুনীর প্রত্যক্ষ মনে হয়। আমি সেইটাই ইঙ্গিত করতে চাইছিলাম। 4 December 2011 at 14:54 · Unlike · 1 Chandra Shekhar Chowdhury সালাহ্ উদ্দিনের মন্তব্য থেকে বুঝা গেল তিনি অন্যের অবস্থান বুঝতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়েছেন । যাতে তিনি জ্ঞান পাপী বাম রাজনীতি করে ইলিয়াসের কিছু করতে না পারলেও অদিতি ফাল্গুনীর কিছু না কিছু করার চেষ্টা করছেন । 4 December 2011 at 23:55 · Like Audity Falguni ‎@ Bablu da, keman achen? Asaley sab bam jey kharap ta kintu noi. Tabey keu keu achen jara mukhe Ilias jop montro ar kaj e bajari lekhak der prishtoposokota koren. 5 December 2011 at 09:46 · Unlike · 2 Salah Uddin Shuvro ‎Chandra Shekhar Chowdhury আপনার প্রশ্নের উত্তর অদিতি আপায় খানিক দিয়া গেছে। আর বাকিটা আমার উপরের কমেন্টে আছে। 5 December 2011 at 14:11 · Like Chandra Shekhar Chowdhury সালাহ উদ্দিন শুভ্র, আমার তো কোনও প্রশ্ন ছিল না । আর অদিতিদিতো বাবলুদাকে নতুন কিছু বলেন নি । উনিতো সব সময়ই "কিছু" জ্ঞান পাপী বামের কথা বলেছেন । যাই হোক এক্ষণে হয়তো আপনি খানিক বুঝবার পারছেন । আর আপনার কমেন্টে আপনার যা অবস্থান তার ইঙ্গিততো অদি...See more 7 December 2011 at 22:55 · Like Salah Uddin Shuvro ‎Chandra Shekhar Chowdhury আপনার লেখায় কোনো প্রশ্নবোধক বাক্য আছিল না। কিন্তু প্রশ্ন আছিল বইলা আমি ভাবছিলাম। ফলে আমি আপনারে উত্তর দেখায়া দিছিলাম। আদিতি ফাল্গুনীর কালামে আপনি ঈমান আনতে পারছেন দেইখা সন্দেহ জাগতেছে। কিন্তু তার এমন আলগা মন্তব্য ...See more 8 December 2011 at 17:45 · Like Ametaf Ymorp যারা হুমায়ূন স্যারকে খাটো করে দেখে তাদেরকে আহ্বান পারলে জয় করে দেখান সব তরুণের অন্তর! পারলে বাংলার প্রতি ঘরে আপনার লেখাটি পৌঁছে দিন...। আমরা অনেক বাঙ্গালীরা একটা ভুল পায়ই করি, সেটা হল - একজনের পূজা করতে ভালবাসি বলে অন্যকে ধিক্কার জানিয়ে দিই!!! এটা খুব খারাপ!!! 10 December 2011 at 18:47 · Like Audity Falguni Bamra Ilias key chikitsa i kono sahajya koren ni, ei akhkhep prothom koren Ahmed Chafa. Likhito bhabei koren. Abar mrittur por tader bhetar Ilias puja r kothao ek i lekhai rushto hoye ullekh korechilen tini. Seta Ilias key "bhikhkha" na dewai kauke papi thaure, police giri kora chilo kina ta hoito tini i janten. Amader teman mon e hoini. 11 December 2011 at 15:26 · Like · 1