Monday, April 2, 2012

রিভিউ সন্ত্রাস

Sooraj Das, Soumitra Dev, Salim Reza and 47 others like this. Monsor Nabi · Friends with Shakhawat Tipu and 13 others hak katha. 14 July 2011 at 22:29 · Like Moinul Hussain right !!! 14 July 2011 at 22:38 · Like সরদার ফারুক · Friends with Audity Falguni and 158 others ভাড়াটে সমালোচক নিপাত যাক । এসব দিয়ে অবশ্য কাউকে টিকিয়ে রাখা যায়না । কত প্রশংসিত লোককে তলিয়ে যেতে দেখলাম । 14 July 2011 at 23:11 · Like · 1 Tuhin Das এসব ভাড়াটে লেখায় আমার কিছু আসে যায়না 14 July 2011 at 23:17 · Like Muzib Mehdy মুজিব মেহদী নিজ দায়িত্বে দেশের পাঁচজন রিভিউ সন্ত্রাসী ও পাঁচজন সন্ত্রাসের শিকারের নাম বলুন, দুপুর মিত্র। 15 July 2011 at 00:19 · Like · 4 Dupur Mitra হা হা হা Muzib Mehdy মুজিব মেহদী 15 July 2011 at 00:21 · Like · 1 Subir Ghosh ami ekdam ekmat. e byapare may 2011 sankhya LITTLE MAGAZINE SAMBAD e amar ekta gadyabhabna chapa hoyeche. 15 July 2011 at 06:08 · Like Kaysar Helal মোটাদাগে গোটা সাহিত্যই যেখানে ফিতনা-ব্যাভিচারে আক্রান্ত, তাতে রিভিউ সন্ত্রাস প্রকাশনা সন্ত্রাস কিংবা দলবাজি রাহাজানি ইত্যাদি ব্যাপার অত্যন্ত মামুলি! 15 July 2011 at 14:32 · Like · 2 Binoy Sarkar কি শুনাইলা দাদা 15 July 2011 at 17:29 · Like Kaysar Helal আর বইলেন্না গোঁসাই'দা, উক্ত সহি বাক্য কিতাব-ই-হিলালী থিকা টুকলিফাই করা! 15 July 2011 at 18:26 · Like Aronnok Tito Iha ki chohi Omogh bochon? 16 July 2011 at 12:36 · Like Efty Abir কথা 'সইত্য'...! 16 July 2011 at 13:16 · Like Akhtari Islam · 9 mutual friends ‎#Dupur mitra, keu ja bolchena apni tai bolchen! chalie jan.... 17 July 2011 at 12:23 · Like Sazzad Saeef No doubt...kotha shotti... 17 July 2011 at 12:27 · Like Amzad Sujon সন্ত্রাসীদের ধরিয়ে দিন। 17 July 2011 at 18:53 · Like Istiaque Fahim · 258 mutual friends দাদা তো মনে লয় সন্ত্রাসী আর অর্থলোপাটকারী সমালোচকের খপ্পরে পইড়াছিলেন...। আহ্, অন্তর পোড়া কথা! 18 July 2011 at 00:44 · Like Mojaffor Hossain ঠিক। 18 July 2011 at 01:52 · Like Asma Beethe sotovag sotto . 18 July 2011 at 11:07 · Like Ranju Raim possoreviewer rai ei ssontrasi kormokander sange jorito, jaake tumi review sontras bolcho 18 July 2011 at 20:13 · Like Shafique Hasan Shotovag sohomot poshon kori... 19 July 2011 at 07:02 · Like · 1 Shauhardo Iqbal · Friends with Firoz Ahmed and 92 others এটাও কি অমোঘ বচন Dupur দা ? 19 July 2011 at 10:48 · Like Kamrul Komol কোথাও কোথাও ব্যাপারটা এমনই। 19 July 2011 at 13:43 · Like Amulya Ratan Sikdar · 6 mutual friends purota mana galo na. anek review pareo boi kinechhi, thakini. 100p.c khetre abashya kathata khate ne. Tabuo generalise kara bodh hay incorrect. 20 July 2011 at 11:43 · Like Matiar Raphael রিভিউ সন্ত্রাস প্রাক প্রথম/দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালেও ছিল। কিন্তু এখন যে মানের (ব্যতিক্রম কিছু ব্যতীত) বইয়ের উপর এই 'সন্ত্রাস' চলছে এটাকে এক কিসিমের ফড়িয়া ব্যবসা ছাড়া কি আর বলতে পারি! কেননা এতে বরং আরেক কিসিমের অথর, যারা ব্যথিত বা ক্ষুব্ধ হওয়...See more 20 July 2011 at 17:37 · Like Jaladhi Ray thik kotha 22 July 2011 at 19:10 · Like

প্রকাশকদের নিয়ে

Guruvai Totshomo Bangalee, Sakil Ahammed, Bulbul Khan and 46 others like this. Subrata Kumar Das Je prokashokra lekhokder ke dhoka dai, thokai, kono kono potrikate she prokashokder chhobi diye bani chhapa hoi... 29 February at 11:43 · Unlike · 3 Dupur Mitra hey apnar kotha thik karon potrikateo ekjon prokashoker. jader choritro goto parthokko khub kom e thakar kotha. Subrata Kumar Das 29 February at 11:46 · Like · 3 Anupom Chowdhury আমাদের দেশের এক মহান রোগ হল তেলে মাথায় তেল দেওয়া অভ্যাস , জানি না কখন মুক্তি মেলে সে অভ্যাস থেকে । যাক তারপরও এটা অনেক টা ভালো উদ্যোগ যে নিজের প্রকাশনার কাজ নিজেরায় করে । তাতে করে আমাদের সাহিতের ভাণ্ডারটা পরিপূর্ণ হচ্ছে । আর প্রকাশনারা চিরকালই তাদের নিয়মে চলুক । দেখবে একদিন ওই তেলে মাথায় উকুন ধরেছে । ঠিক তখনই নতুনের হেফাজতে আসবে প্রকাশকরা সে দিন বেশি দূরে নয় । 29 February at 12:11 · Like · 1 Dupur Mitra কিন্তু আপনি কি এমন নিয়তির হাতে সবকিছু ছেড়ে দিতে ইচ্ছুক। এবং এটা কি শোভন? Anupom Chowdhury 29 February at 12:29 · Like · 2 Anupom Chowdhury কখনো শোভনীয় আচরণ নয় , কার কথা কাকে বলবেন , যাদের ৯ তে না হয় তাদের কি ৯০ তে হবে বলে আপনি আশা করেন ... আর এর মধ্যে আমার একা জোরালো কণ্ঠে তাদের কি টনক নড়বে । 29 February at 12:43 · Like · 1 Dupur Mitra কন্ঠ কখনও একার হয় না। আপনি আমি এভাবে সবাই মিলে এক দিন আমরাই হয়ত গরিষ্ঠ হয়ে উঠব। Anupom Chowdhury 29 February at 12:46 · Like · 3 Anupom Chowdhury আছি ছিলাম থাকবো ।। এক সুরে ।। তবে সবাইকে আগে বুঝতে হবে ।। 29 February at 12:47 · Like · 1 Dupur Mitra বোঝাতে হবে। Anupom Chowdhury 29 February at 12:49 · Like · 2 Anupom Chowdhury হুম তাই হউক সামনে চলার পাথেয় ।। শুভ কামনা নিরন্তর ।। 29 February at 12:50 · Unlike · 2 Monir Azam · Friends with Audity Falguni and 49 others fully true. 29 February at 14:24 · Unlike · 2 Shamal Chandra Nath ami achi vhai apnader satha. 29 February at 14:33 · Unlike · 2 Saiful Alam · Friends with Nirmalendu Goon and 4 others sotto kothatato keu bolena ba bolar sahosh nai; kigba nijer sartho khunno hobe boley sottota chepe jai. tomake dhonno bad, sottota sobar samne beleso. 29 February at 16:15 · Like · 2 Taposh Kumer Sarker · 4 mutual friends I think its a good trend. 29 February at 16:18 · Like · 1 Fidel D Sangma Emon sotyi kotha bolechen je ei lekhatake prokashokder jonyo tag kore dewa uchit... Jodio sob prokashokder eki pallay mapa thik noy... Thx Dupur Mitra. 29 February at 17:11 · Like · 1 Mushfiqul Haque Mukit Tobe ekta jinish lokkho korar moto je..Nami dami prokahoni theke..Karo boi ber hole otar Valoee chole...Jake bole Marketing Myopia..karon oisob stall e Manusher vir beshi..Karo hate ekta boi nara chara korte dekhle oneke vabe oi boita bujhi...See more 29 February at 17:44 · Like · 3 Sanjay Pal For this good writes suffer & we're deprived of having good creative writing.nam kenar jonnye rich men ra r o koto ki korba 4 March at 21:56 · Like

আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে মাজার ব্যবসা করছেন বামেরা, আমার স্ট্যাটাসের প্রেক্ষিতে গল্পকার অদিতি ফাল্গুনী

আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে মাজার ব্যবসা করছেন বামেরা, আমার স্ট্যাটাসের প্রেক্ষিতে গল্পকার অদিতি ফাল্গুনী by Dupur Mitra on Thursday, 1 December 2011 at 13:26 · ‎ গতকাল রাতে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম অমোঘ বচন হিসেবে। সেখানে লিখেছিলাম আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে বামদের চেচামিচি শুনতে শুনতে ইদানিং আমার তার সাহিত্যকে প্রোপাগান্ডিস্ট সাহিত্য ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। - অমোঘ বচন : দুপুর মিত্র এতে বেশ কিছু মন্তব্য এসেছে। মন্তব্যগুলোর মধ্যে গল্পকার অদিতি ফাল্গুনীর একটি মন্তব্য আমাকে বেশ ভাবিয়ে তুলে। কারণ আমি যতটা না এখানকার মূলস্রোতের সাহিত্যে যারা ভ্যানগার্ড, তাদের সঙ্গে এক্টিভিজমে জড়িত. তার চাইতে অদিতি দি অনেক বেশি জড়িত এবং উনি ইলিয়াসকে নিয়ে যারা কাজ করছেন, তাদের কাছেও বেশ সুপরিচিত। যার ফলে তার মন্তব্যকে অনেক গুরুত্ব দেওয়াটাই সমীচীন। উনি বেশ অকপটেই মন্তব্য করলেন, কিছু বাম তাকে নিয়ে (আখতারুজ্জামান ইলিয়াস) ব্যবসা করে। সেই বাম এরা বেচে থাকতে ইলিয়াসের চিকিতসা বা কোনও দরকারে আসেনি। মৃত্যুর পর তার মাজার ব্যবসা করে। কিন্তু ইলিয়াস এর প্রকৃত অনুসারী তরুণ লেখকদের প্রতি উপেক্ষা ও অবজ্ঞা প্রকাশ করে তারা। এবং যেই তরুণরা হুমায়ুন আহমেদ জাতীয় লেখা লেখে, তাদের আনুকুল্য দেয়। এমন কিছু ইলিয়াস পূজারী জ্ঞানপাপী বাম তরুণ ইন্টেলেকচুয়াল আশ পাশে দেখতে পাবেন। তাতে ইলিয়াসের কিছু আসে যায় না। @ Dupur, kichu bam tanke niye byabsa kore. Sei bam era benche thakte Ilias er chikitasa ba kono darker e aseni. Mrittur por tar majar byabsa kore. Kintu Ilias er prokrito onusari torun lekhak der proti upekhkha o obogga prokash kore tara. Ebong jey torun ra Humayun Ahmed jatiya lekha lekhe, tader anukulya dei. Eman kichu chadma Ilias pujari gyan papi bam torun intellectual ash pashe dekhte paben. Tate Ilias er kichu ase jaina. এই মন্তব্য এমন কিছু বিষয়কে সামনে আনছে যে গল্প বা উপন্যাস লেখকদের বা ফিকশন রাইটারদের এ নিয়ে ভাবতে বাধ্য করে। Like · · Unfollow post · Share · Delete Ashim Saha, Nirjhar Mazumder, Shamal Chandra Nath and 9 others like this. 4 shares Audity Falguni Dupur, katha kawa to mushkil bhai tomar sathe. Eita diya abar emon news heading keno korla? Jai hok, ja bolchi bolchi. Karo nam to boli nai. Jahader bola hoiyache, tahara nishchit bujhiben. Jey churi kore nai, tahake chor bolileo sey bujhite pare na. Ar jey churi kore, sey dur theke shona matro bhetor e bhetor e bhoy pai. 1 December 2011 at 14:59 · Unlike · 4 Dupur Mitra ame asa kore apne veto non jemon ameo na. ar news korene eta sobaike jananu dorkare mone korse. dede vul kore thkle khoma korben asha kore Audity Falguni 1 December 2011 at 15:02 · Like Bablu Bhattacharjee · 33 mutual friends bam kara.....Mohajot gothone jara shorik hoy, tahader ki bam bole? Audity jeta boleche, thik-i boleche. 2 December 2011 at 07:18 · Like Pushpo Bihongo জল যতটুকু পান করা সমীচীন ঠিক তার বেশি পান করলে ওয়াটার টক্সিসিটি হয়, জানেন নিশ্চয়? 2 December 2011 at 12:59 · Like · 1 Anupom Chowdhury হুম, আসলেই তাই ? 2 December 2011 at 14:09 · Like Salah Uddin Shuvro অদিতি ফাল্গুনী কিছু বামের নাম না উল্লেখ করলেও প্রকৃত ইলিয়াস অনুসারীদের লগে নিজের যুক্ত রাখছেন। আবার হুমায়ূন আহমেদীয় ধারার লগে এর রাজনৈতিক বিরোধও স্থাপন করছেন। জ্ঞান পাপী বামদের রাজনীতি ইলিয়াসের কিছু করতে না পারলেও অদিতি ফাল্গুনীর কিছু না কিছু তারা করছে, এটা কিন্তু বেশ বুঝা গেল। 2 December 2011 at 17:36 · Like · 1 Dupur Mitra আমি আদিতিদির প্রসঙ্গ ধরে এখানে বাম ও আখতারুজ্জামান ইলিয়াস , তরুণ লেখকদের বিষয়টিকে সামনে এনেছি শুভ্র । কারও ব্যক্তিগত প্রসঙ্গকে নয়। তোমার এখানে ব্যক্তিগত প্রসঙ্গকে নিয়ে আসাটা কি ঠিক হয়েছে। Salah Uddin Shuvro 4 December 2011 at 01:09 · Like Salah Uddin Shuvro অদিতি ফালগুনীরে তো তুমি নিজেই এইখানে মতবাদ হিসাবে হাজির করলা। ব্যক্তিগত আর উনি থাকলেন কই। তিনি তো পক্ষ, 'প্রকৃত ইলিয়াস অনুসারি' পক্ষ। Dupur 4 December 2011 at 12:46 · Like Dupur Mitra জ্ঞান পাপী বামদের রাজনীতি ইলিয়াসের কিছু করতে না পারলেও অদিতি ফাল্গুনীর কিছু না কিছু তারা করছে, এটা কিন্তু বেশ বুঝা গেল। এটা কেমন কথা হল এ কথার মানে কি এটা কি মতবাদের আদিতিদি না ব্যক্তি আদিতিদি Salah Uddin Shuvro 4 December 2011 at 13:08 · Like Salah Uddin Shuvro ‎Dupur তুমি মনে হয় একটা নিরাপদ আলোচনার দাবি করতেছ। অকাতরে বাম পন্থীদের গালি দেয়া বিবৃতিতে এমন কিছুই আছে যা অদিতি ফালগুনীর প্রত্যক্ষ মনে হয়। আমি সেইটাই ইঙ্গিত করতে চাইছিলাম। 4 December 2011 at 14:54 · Unlike · 1 Chandra Shekhar Chowdhury সালাহ্ উদ্দিনের মন্তব্য থেকে বুঝা গেল তিনি অন্যের অবস্থান বুঝতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়েছেন । যাতে তিনি জ্ঞান পাপী বাম রাজনীতি করে ইলিয়াসের কিছু করতে না পারলেও অদিতি ফাল্গুনীর কিছু না কিছু করার চেষ্টা করছেন । 4 December 2011 at 23:55 · Like Audity Falguni ‎@ Bablu da, keman achen? Asaley sab bam jey kharap ta kintu noi. Tabey keu keu achen jara mukhe Ilias jop montro ar kaj e bajari lekhak der prishtoposokota koren. 5 December 2011 at 09:46 · Unlike · 2 Salah Uddin Shuvro ‎Chandra Shekhar Chowdhury আপনার প্রশ্নের উত্তর অদিতি আপায় খানিক দিয়া গেছে। আর বাকিটা আমার উপরের কমেন্টে আছে। 5 December 2011 at 14:11 · Like Chandra Shekhar Chowdhury সালাহ উদ্দিন শুভ্র, আমার তো কোনও প্রশ্ন ছিল না । আর অদিতিদিতো বাবলুদাকে নতুন কিছু বলেন নি । উনিতো সব সময়ই "কিছু" জ্ঞান পাপী বামের কথা বলেছেন । যাই হোক এক্ষণে হয়তো আপনি খানিক বুঝবার পারছেন । আর আপনার কমেন্টে আপনার যা অবস্থান তার ইঙ্গিততো অদি...See more 7 December 2011 at 22:55 · Like Salah Uddin Shuvro ‎Chandra Shekhar Chowdhury আপনার লেখায় কোনো প্রশ্নবোধক বাক্য আছিল না। কিন্তু প্রশ্ন আছিল বইলা আমি ভাবছিলাম। ফলে আমি আপনারে উত্তর দেখায়া দিছিলাম। আদিতি ফাল্গুনীর কালামে আপনি ঈমান আনতে পারছেন দেইখা সন্দেহ জাগতেছে। কিন্তু তার এমন আলগা মন্তব্য ...See more 8 December 2011 at 17:45 · Like Ametaf Ymorp যারা হুমায়ূন স্যারকে খাটো করে দেখে তাদেরকে আহ্বান পারলে জয় করে দেখান সব তরুণের অন্তর! পারলে বাংলার প্রতি ঘরে আপনার লেখাটি পৌঁছে দিন...। আমরা অনেক বাঙ্গালীরা একটা ভুল পায়ই করি, সেটা হল - একজনের পূজা করতে ভালবাসি বলে অন্যকে ধিক্কার জানিয়ে দিই!!! এটা খুব খারাপ!!! 10 December 2011 at 18:47 · Like Audity Falguni Bamra Ilias key chikitsa i kono sahajya koren ni, ei akhkhep prothom koren Ahmed Chafa. Likhito bhabei koren. Abar mrittur por tader bhetar Ilias puja r kothao ek i lekhai rushto hoye ullekh korechilen tini. Seta Ilias key "bhikhkha" na dewai kauke papi thaure, police giri kora chilo kina ta hoito tini i janten. Amader teman mon e hoini. 11 December 2011 at 15:26 · Like · 1

মজনু শাহ্, এই কবি জনম লইয়া আমি এখন কি করিব

মজনু শাহ্, এই কবি জনম লইয়া আমি এখন কি করিব by Dupur Mitra on Monday, 26 March 2012 at 13:31 · এবার মজনু শাহ্ও ব্লক করে দিলেন আমাকে। আমার কবি জনম শেষ হয়ে গেল। অথচ কি দোষ করেছিলাম আমি। মানুষের সাথে মানুষের সম্পর্ক কি এমন যে কেউ আমার পরিচিত বলে তার খারাপ কোনও দিক নিয়ে কেউ যদি লেখেন তা জন সম্মুখে শেয়ার দিতে পারব না। এই কবি জীবন দিয়ে কি হবে আমার। কয়েকদিন আগে আকাশ লীনার একটি স্ট্যাটাসের লিংক শেয়ার দিয়েছিলাম। আকাশ লীনার স্ট্যাটাস থেকেই ইনট্রো দিয়েছিলাম এটা- ইতালিপ্রবাসী মজনু শাহ নামের এক কবি নাকি ক’দিন আগে ফেসবুকে লিখেছেন, অকবির কবিতায় তার বদহজম হচ্ছে। অনেক অকবির ভীড়। কলরব। অস্বীকারের উপায় নেই। কিন্তু মজনু শাহ’কে এখানে বিচারকের দায়িত্ব কে দিল ? এই লিংকেই উনার প্রচ্ছন্ন হুমকিতে আমি আরও বিচলিত হয়ে পড়ি। এরপর স্ট্যাটাস দেই বাঙ্গালি মুসলমানের দেশের ব্রাহ্মন কবি হলেন মজনু শাহ। - অমোঘ বাণী : দুপুর মিত্র এই আমার দোষ। আহা এমন কবি জনম লইয়া আমি কি করিয়া বাঁচিব। মানুষ যদি এতটা অভিমান করেন। আমি জানি মজনু শাহ্ একদিন নিজেই বুঝতে পারবেন, তার এতটা অভিমান দেখানো উচিত হয় নি। আর ভাল-মন্দ মিলিয়েই মানুষ। দোষ যেমন আমার ভিতরে আছে, তেমনি মজনু শাহরও আছে। হয়ত মজনুভাই নিজেকে মনে করেন তিনি নির্দোষ। কিন্তু তাই বলে কি আমাকে তিনি এভাবে ত্যাগ করতে পারেন। হা ঈশ্বর এমন কবি জনম লইয়া আমি কি করিব? আমার শেয়ার ও সেখানে যা যা কথা হয়েছিল: ইতালিপ্রবাসী মজনু শাহ নামের এক কবি নাকি ক’দিন আগে ফেসবুকে লিখেছেন, অকবির কবিতায় তার বদহজম হচ্ছে। অনেক অকবির ভীড়। কলরব। অস্বীকারের উপায় নেই। কিন্তু মজনু শাহ’কে এখানে বিচারকের দায়িত্ব কে দিল ?-- Maznu Shah Akash Lina হোক কলরব ভার্জিনিয়া উলফ তার কানের কাছে ফিসফাস কণ্ঠস্বর শুনতেন। কেবলই কলরব। অনেক লোক অনেক কথা বলছে কিন্তু তিনি শুনতে চান না ,তবু শুনে যেতেন। উফ, কী ভয়াবহ। মেনে নিতে পারেননি উলফ। একদিন সন্ধ্যার একটু আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েন পরনে ধূসর রঙের ওভারকোট। ওভারকোটের দু’পকেট ভর্তি পাথরকুচি। ঘোরলাগা তার দুটি চোখ। সামনেই একটা নদী। ওখানেই আত্মহত্যা করেছিলেন উলফ। শীর্ষেন্দু আমার প্রিয় লেখক নন। কিন্তু তার একটা চরিত্র আমাকে মুগ্ধ করেছিল। মানবজমিনের একটা চরিত্র। এখন নাম মনে পড়ছে না। তো সেই চরিত্রটি কোলকাতা শহরে মানুষের পিছু পিছু হেটে শোনার চেষ্টা করত, চারপাশের মানুষ কী বিষয়ে এত কথা বলে। সে শুনত সব মানুষই গড়পড়তা একই বিষয়ে কথা বলে। চাকরি,সংসার, বাজার। আমার এক বাংলাদেশি কবি বন্ধু কাল ফেসবুকের কলরব নিয়ে কিছু কথা বলল। বলল, ইতালিপ্রবাসী মজনু শাহ নামের এক কবি নাকি ক’দিন আগে ফেসবুকে লিখেছেন, অকবির কবিতায় তার বদহজম হচ্ছে। অনেক অকবির ভীড়। কলরব। অস্বীকারের উপায় নেই। কিন্তু মজনু শাহ’কে এখানে বিচারকের দায়িত্ব কে দিল ? বদহজম হলে ওগুলো সিম্পলি এভয়েড করলেই হয়। কিন্তু সেন্সরশিপের কাঁচি তার হাতে তুলে নিবেন কেন? অনেক কলরব হচ্ছে। হবেই। এখান থেকে আমরা কোনটা শুনব কোনটা শুনব না এটা আমাদের জ্ঞানকান্ডের ব্যাপার। সব কলরব শুনতে নেই। আমাকে এটি শিখিয়েছেন ভার্জিনিয়া উলফ। Like · · Unfollow post · Share Sooraj Das, Gani Adam, Islam Salma and 10 others like this. Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others ‎Akash Lina ভার্জিনিয়া উলফ অনেক ভালো ভালো জিনিস আপনাকে শিখিয়েছেন, তবে এই ব্যাপারটা বোধহয় ওনার কাছ থেকে শেখার উপায় ছিল না আপনার, যে, পাব্লিক প্লেসে কারুর নামে কিছু লেখার সময়, মুখের কথা কোট না করে, একেবারে উৎস বা উদ্ধৃতি স্পষ্ট করে দিয়ে দিলে সবার জন্য সেটা স্বস্তিকর হয়, আর এটি জ্ঞানকাণ্ড নয়, স্রেফ কাণ্ডজ্ঞানের ব্যাপার। কোনো একটা কথা, অবস্থাভেদে অন্য কেউ যখন আরেকজনের কাছে বলেন, সেটির মেজাজ পালটে যেতে পারে। আপনার কাছে অনুরোধ রইল, যেখানে বলেছি এমন, সেই পোস্ট-এর লিঙ্ক এখানে দেবেন... ওটা কি পরিস্থিতিতে বলা,অন্যদের তো বটেই, দেখা দরকার আমারও। Saturday at 16:45 · Like · 7 Moni Mohammod · 334 mutual friends gud maramarir practice bonddho korun. asole kam-kaj kom to ajonno `boro chheletar gua-mara'take guruttopurno kaj mone hoy! Saturday at 16:48 · Like Dupur Mitra আপনার মুখ অনেক সুন্দর। চুমু খাইতে ইচ্ছে করছে। Moni Mohammod Saturday at 16:56 · Like Moni Mohammod · 334 mutual friends amar mukhe chumu khaite holeo oi mukh savlon-saban diye wash kora joruri Saturday at 17:00 · Like · 1 Dupur Mitra আপনারটা তাড়াতাড়ি ধুয়ে নেন । যা বলছেন আজকাল। Moni Mohammod Saturday at 17:05 · Like Moni Mohammod · 334 mutual friends ami mukh fresh rekhei buli awrai. mathay rakha joruri_ j bisoyke mul-moulik hisebe janen ta moulik nao hote pare! Saturday at 17:16 · Like · 1 Dupur Mitra gud maramarir practice bonddho korun. asole kam-kaj kom to ajonno `boro chheletar gua-mara'take guruttopurno kaj mone hoy!m eai comment dekhei bujhte parse bhi pepsodent er mone hoi daam kom Saturday at 17:17 · Like Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others ‎Dupur Mitra Akash Lina 'র মূল স্ট্যাটাসে আমার কথাগুলোর প্রেক্ষিত দেয়া আছে। শেয়ার দেয়ার সময় নিশ্চয় খুব খুশি হয়েছিলেন। এখন আমার দেয়া কথাগুলো দেখে নিশ্চই অতটা ভালো লাগবে না আর...পড়ে দেখেন Saturday at 17:35 · Like Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others ‎Moni Mohammod , Joydeb Kar, Sabidin Ibrahim Akash Linaর মূল স্ট্যাটাসে আমার কথাগুলোর প্রেক্ষিত দেয়া আছে। Saturday at 17:37 · Like · 1 Dupur Mitra হা হা হা ভাল লাগা না লাগার তো বিষয় নয়। আপনাকে নিয়ে কি আমি কারও স্ট্যাটাস শেয়ার দিতে পারব না? Maznu Shah Saturday at 17:38 · Like Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others ‎Dupur Mitra নিশ্চই পারবেন। তবে একবারও কী মনে হলো না আপনার, ওনার কথাগুলো সত্য নাও হতে পারে। সেটুকু তো জানতে চান নি ওনার কাছে। তা থেকে বোঝা যায়, আমার অসম্মান হচ্ছে, এতে আপনি আনন্দ পাচ্ছেন। এখন ওখানে পড়ে দেখুন তো, সম্পূর্ণ উলটো ব্যাপার কি-না। Saturday at 17:41 · Like · 1 Dupur Mitra হা হা হা দেখেন সম্মান- অসম্মান, ভাল কবি - খারাপ কবি এসব ব্যাপার আমি ছোট বেলা থেকেই এভয়েড করি। মানুষ যেমন ভাল কাজ করতে পারে, তেমনি কখনও খারাপ কাজও করতে পারে। পৃথিবীর কাউকেই বোধহয় এমন দেখানো যাবে না যে সে খারাপ কাজ করেনি। আর অতীতে সমকালে উল্লসিত অনেক কবিও ধপাস করে পড়ে গেছেন। কে কখন বড় কবি সেগুলোর মানদণ্ড আমার কাছে নেই বা আমি পরোয়া করি না। Maznu Shah Saturday at 17:47 · Like · 2 Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others আপনি কি পরোয়া করেন, সে্টা একেবারেই আপনার ব্যক্তিগত। দেখলাম যে, বাছ-বিচার না করেই লাইক করেছেন, সেটা শেয়ার দিয়েছেন। এ থেকে মনোবৃত্তি বোঝা যায়। Dupur Mitra Saturday at 17:51 · Like Dupur Mitra আপনি ব্রাহ্মনের মত করে শুদ্রকে বলছেন এই দূরে সরে যা বেটা আমারে চিনিস আমি ব্রাহ্মন কবি। এ থেকে মনোবৃত্তি বোঝা যায়। Dupur Mitra এ ইদিয়ে আপনি কি প্রচ্ছন্ন করে হলে হুমকি দিচ্ছেন বলে আমি মনে করতে পারি? Maznu Shah Saturday at 17:53 · Like Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others একবারও কী মনে হলো না আপনার, ওনার কথাগুলো সত্য নাও হতে পারে। সেটুকু তো জানতে চান নি ওনার কাছে। তা থেকে বোঝা যায়, আমার অসম্মান হচ্ছে, এতে আপনি আনন্দ পাচ্ছেন। এখন ওখানে পড়ে দেখুন তো, সম্পূর্ণ উলটো ব্যাপার কি-না। Saturday at 18:16 · Like · 1 Dupur Mitra আপনার হুমকি খেয়ে আপাতত আপনার কোনও কথা পাত্তা দিতে ইচ্ছে করছে না। Saturday at 18:18 · Like Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others আপনার আনন্দ এত দ্রুত মাটি হলো। যা চাইছিলেন, সেটা তো হলো না। Saturday at 18:22 · Like Dupur Mitra আমি কি চাইছিলাম মজনু ভাই Maznu Shah Saturday at 18:23 · Like Maznu Shah · Friends with Firoz Ahmed and 890 others একটু আনন্দ। আমার অপমান হচ্ছে, এতে তো আপনার অপার আনন্দ। Saturday at 18:25 · Like Dupur Mitra তাই নাকি এভাবে আনন্দ পাওয়া যায় এটা তো জানতাম না। Maznu Shah Saturday at 18:26 · Like Ajit Das দাদা ঠিক বলেছেন । কবি না অকবি এটা বিবেচন করবে সময় ঊনি কে... উনার বিভ্রান্ত হওয়ার কি বা আছে... Saturday at 23:32 · Like · 1 Pavel Iqbal দুপুরদা মজনু শা আবার কবি? ঐ হালা সাজ্জাদ শরীফ আর শামীম রেজারে গোয়া মারাইয়া কবিদের খাতায় নাম লেখাইছে এখন রণজিৎ দাসরে গোয়া দিতাছে। দেখেন না। ছাগলটা এখন ইউরোপে মাগীর দালাল। অফ টেরেকে কইলাম। আছি আপনি আগান। 3 minutes ago · Like আকাশ লীনার স্ট্যাটাস ও সেখানে যা যা কথা হয়েছিল: Akash Lina Saturday at 14:45 · হোক কলরব ভার্জিনিয়া উলফ তার কানের কাছে ফিসফাস কণ্ঠস্বর শুনতেন। কেবলই কলরব। অনেক লোক অনেক কথা বলছে কিন্তু তিনি শুনতে চান না ,তবু শুনে যেতেন। উফ, কী ভয়াবহ। মেনে নিতে পারেননি উলফ। একদিন সন্ধ্যার একটু আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েন পরনে ধূসর রঙের ওভারকোট। ওভারকোটের দু’পকেট ভর্তি পাথরকুচি। ঘোরলাগা তার দুটি চোখ। সামনেই একটা নদী। ওখানেই আত্মহত্যা করেছিলেন উলফ। শীর্ষেন্দু আমার প্রিয় লেখক নন। কিন্তু তার একটা চরিত্র আমাকে মুগ্ধ করেছিল। মানবজমিনের একটা চরিত্র। এখন নাম মনে পড়ছে না। তো সেই চরিত্রটি কোলকাতা শহরে মানুষের পিছু পিছু হেটে শোনার চেষ্টা করত, চারপাশের মানুষ কী বিষয়ে এত কথা বলে। সে শুনত সব মানুষই গড়পড়তা একই বিষয়ে কথা বলে। চাকরি,সংসার, বাজার। আমার এক বাংলাদেশি কবি বন্ধু কাল ফেসবুকের কলরব নিয়ে কিছু কথা বলল। বলল, ইতালিপ্রবাসী মজনু শাহ নামের এক কবি নাকি ক’দিন আগে ফেসবুকে লিখেছেন, অকবির কবিতায় তার বদহজম হচ্ছে। অনেক অকবির ভীড়। কলরব। অস্বীকারের উপায় নেই। কিন্তু মজনু শাহ’কে এখানে বিচারকের দায়িত্ব কে দিল ? বদহজম হলে ওগুলো সিম্পলি এভয়েড করলেই হয়। কিন্তু সেন্সরশিপের কাঁচি তার হাতে তুলে নিবেন কেন? অনেক কলরব হচ্ছে। হবেই। এখান থেকে আমরা কোনটা শুনব কোনটা শুনব না এটা আমাদের জ্ঞানকান্ডের ব্যাপার। সব কলরব শুনতে নেই। আমাকে এটি শিখিয়েছেন ভার্জিনিয়া উলফ। 2Unlike · · Share You, Moinul Hussain, Irfanur Rahman, Rahim Shah and 32 others like this. Aparna Chakraborty কলরব থাকবেই । সবার তো সব গুন থাকে না । কি শুনবো বা মনে গেঁথে রাখবো সে একান্তই আমার । ঠিক বলেছ লীনা ।। Saturday at 15:07 · Like · 1 Rayhan Rhyne যদ্দুর মনে পড়তেছে, মজনু শাহ কবিতা ট্যাগানোর ব্যাপারে ফোকাস করেছিল। কবিতা পড়িয়েই ছাড়ব এইরকম পণ করে যারা ক্রমাগত কবিতা ট্যাগ করে যান, তাদের নিয়েই ছিল কথাগুলো। প্রবণতাটার বিপরীতে মজনু বলছিল, যতোটা মনে পড়ছে, কবিতা পাঠ সেই নির্জনতা দাবি করে যেখানে ফুটে থাকা বুনোফুল দেখে পথিক ইচ্ছা হলে গন্ধ নিতে পারে, ইচ্ছা না হলে না-ই নিতে পারে। মজনু সেন্সশিপের কাঁচি হাতে নেয়নি আসলে। কারো যদি বদহজম হতে থাকে কিছু সেইটা বলার অধিকার তার থাকবে না কেন। কলরবে সমস্যা নাই। সমস্যা হয় উঠানে এসে কেউ যখন কলবর করতে থাকেন, এমন নিয়ে যে, শুনিয়েই ছাড়ব। এইটারে বলে চড়াও হওয়া। অবশ্য, অনেককেই আমরা উঠানে ডেকে আনি। এবং কেউ কেউ এলে তাতে খুশি হই। এমন অনেক কবিতাই তো ট্যাগ না করলে চোখেই পড়ে না। আমি তো সেগুলো ট্যাগ করা হোক তা চাই-ই। Saturday at 15:13 · Like · 4 Akash Lina রাইন ভাই ,আপনার উঠোনে আপনি না ডাকলে একজন আসবে কীভাবে ? যার রুচির সাথে মেলে না তাকে ব্লক করার অপশন আছে। এভয়েড করা যায়। এখন যদি মজনুশাহ বন্ধুত্বের দাওয়াত দিয়ে যান বা কবুল করতেই থাকেন আবার সাথে সাথে এনিয়ে বদহজমের দোহাই দেন তবে এ মানসিকতার মধ্যে আমি একধরণের ‘এলিটিটি’ খুঁজে পাই। হুমম যারা যখন তখন ট্যাগ করে কবিতা শোনাতে চাই আমি তাদের এ মানসিকতাকেও সাপোর্ট করি না। কিন্তু এটা এমন একটা সামাজিক স্পেস ,এটাকে গণতান্ত্রিক রাখারই আমি পক্ষে। Saturday at 15:21 · Unlike · 5 Jabed Peerjada maznu shah tar kobita poranor jonne hoytho bonduthyer poriman bariyei jan / ar akanei ghote bipod'ta/ bondhu nirbachone aktu sothorko holei tho emonti ghote na Saturday at 15:24 · Like · 2 Madhobi Lota কবিরাজ হইতে চায় এখন অনেকেই। এটাকে বলে কবিরাজী সিনড্রম। Saturday at 15:35 · Like · 1 Kumar Chakraborty ‎...মজনু শাহ নামের এক কবি! হায় ভাষা, হায় বাংলা সাহিত্য! Saturday at 16:22 · Like · 1 Dupur Mitra বাঙ্গালি মুসলমানের দেশে অন্তত কবি-সাহিত্যিকদের ক্ষেত্রে ব্রাহ্মণ কবি-সাহিত্যিকের অভাব নেই। Akash Lina Saturday at 17:50 · Like · 2 Akash Lina মজনু শাহ > আমি যদি আপনার ব্যাপারে কোনো তথ্য বিকৃতি করে থাকি আপনার মূল বক্তব্যের নির্যাস থেকে সরে গিয়ে তবে ‘সরি‌্য’ বলতে আমার কোনো সমস্যা নেই। আর আমি ভাই এখন অফিসে , খুব কাজের চাপে আছি। সেকারণে আপনার লিংক খোঁজা সম্ভব নয়। তবে সেটা আপনি ইচ্ছা করলেই দিতে পারেন। আপনার লিংক আপনার জন্য দেওয়া সহজ। একজন কবির কাছে এই সহজতা আমি আশা করতেই পারি। তবে আপনি তেমন নন আপনার কমেন্টের প্রথম দু’লাইনেই বোঝা যায়। ভার্জিনিয়া উলফ এবং পাবলিক প্লেসের কথা তোলে আমাকে একটু কায়দা করে খোঁচা ই দিতে চেয়েছেন। আমি এনজয় করেছি। আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম একটু মাস্টারি সুলভ আচরণের আচড়ও পাওয়া যায় আপনার কমেন্টে। এটাও এনজয় করেছি। ভালো থাকবেন। বললাম তো তথ্য বিকৃতি করে থাকলে পাবলিক প্লেসে আমার ‘সরি‌্য’ বলতে দ্বিধা নেই। সহজতা আছে। এটা সম্ভবত আছে একারণেই যে আমি আপনার মতো পন্ডিত হয়ে উঠতে পারি নি বলে। ভালো কবিতা লিখুন। আমরা আপনার কবিতা পড়তে চাই বেশি বেশি। Saturday at 17:51 · Like · 7 Dupur Mitra মাস্টার কি বলছেন দিদি বাঙ্গালি মুসলমানের দেশের ব্রাহ্মন কবি হলেন মজনু শাহ । Akash Lina Saturday at 17:56 · Like · 1 Akash Lina ধন্যবাদ মজনু শাহ > লিংকটা দেবার জন্য। আপনার সাথে আমার দ্বিমতের জায়গা খুবই কম। কিন্তু যে ধরণের ‘এলিটিটি ’আপনার মন্তব্যে প্রকাশ পেয়েছে সেটা দু:খজনক। আমি এই স্পেসকে গণতান্ত্রিক স্পেস হিসেবে বিবেচনা করি। অতএব আমার অবস্থান আমি জারী রাখলাম। ভালো থাকবেন। Saturday at 17:57 · Unlike · 3 Akash Lina মজনু শাহ> কবিতা / পন্য এসব কথা আমার মাথার ওপর দিয়ে গেলো। কবিতা পণ্য হলে সমস্যা কী ? বাজার অর্থনীাতর যুগে কবিতার ভালো ব্যবসা হোক এবং ভোক্তা বাড়–ক আমি চাই। আর ভাই আপনি দেখছি জোর করে আমাকে ‘সরি‌্য ’বলাতে চাচ্ছেন। এটা কেন? আপনার যেখানে ‘লাইকস’ দেবার সেখানে দিয়েছি। আমার মধ্যে কার্পণ্য নেই। আপনার কমেন্টের জায়গায় যে লিংকটা আপনি দিয়েছেন সেটা পড়লেই অনেকে আপনার লেখার বিটুইন দ্য লাইন এর মূল নির্যাসটা পাবেন। ভালো থাকবেন। তর্কের জন্য তর্ক নয়। খোলা মনে আলোচনা করতে চাইলে আমি আপনার সাথে বাতচিতে রাজী আছি। মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন। প্লিজ বিদেশবিভুঁইয়ে থাকেন। রাগবেন না। Saturday at 18:25 · Like · 5 Dupur Mitra ভাষার ভাল ব্যবহার শিখেছেন। আপনি কি ভাবছেন এইভাবে খারাপ ভাষায় আমাকে গালি দিয়ে মজনু শাহর পক্ষ নিলে আপনাকে মজনু শাহ বড় কবি বানিয়ে দিবেন। Tanim Kabir মজনু শাহ দেখি আবার আপনার কমেন্টে লাইকও দিয়েছেন। আপনাদের এইসব ভদ্রলোকীয় আচরণ উপভোগ্য। Saturday at 18:29 · Like · 1 Madhobi Lota ব্রেকিং নিউজ> মজনু শাহের রুচিবোধের প্রমাণ পাওয়া গেল এমাত্র। কারণ তিনি তনিম কবীর নামের এক অর্বাচীনের অশ্লিল কমেন্টে ‘লাইকস’ দিয়েছেন। Saturday at 18:32 · Unlike · 4 Dupur Mitra আমি জানি উনি আপনার মত সত। Tanim Kabir Saturday at 18:33 · Like Dupur Mitra আপনি বড়জোড় মজনুর ধন চুষতে পারেন। এটাই ভাল কাজ হবে। Tanim Kabir Saturday at 18:34 · Like Madhobi Lota মজনুশাহ> এবার দুপুর মিত্রের সর্বশেষ কমেন্টে ‘লাইকস’ দেন । বিকজ ওই কমেন্টে ও আপনার খুশি হবার কথা। Saturday at 18:38 · Like · 1 Dupur Mitra আপনার মত মুসলিম দিয়ে আমি আমার ধন চুষাব ভাবলেন কি করে? কাটতে পারেন আপনাদের মত মুসলমানদের যে কাটাকাটি স্বভাব সেটা তো আর নতুন করে শেখাতে হবে না। Tanim Kabir Saturday at 18:40 · Like Jabed Peerjada তনিম> খানকির পোলা বালা হইয়া যা। তুই ফেনী থাকস। তোরে আমি চিনি। মাইর দিমু কইলাম। আকাশলীনাদি ’, ওরে ব্লক করেন প্লিজ Saturday at 18:42 · Like Jabed Peerjada তনিম> খানকির পোলা তুই ফেনীর পাতি ও না । আমি হালায় ঢাকার, বুঝস এইটা ? কম্যুণাল কমেন্ট করস কেন খানকির বাচ্চা ? আবে অফ যা Saturday at 18:53 · Like Debdulal Munna এভরিবডি বি কুল Saturday at 18:56 · Like · 3 Akash Lina মজনু শাহ> আমি ভেতরে বাইরে এক। একটু আগে আমার ইনবক্সে আপনার পাঠানো টেক্সট টা তাই সবার সাথে শেয়ার করলাম। বন্ধুত্ব এসবের ভেতর দিয়ে আগালেই সাচ্চা হয়। ভালো থাকবেন। পাক্ষিক দেশ এর এ সংখ্যায় আমার দুটো কবিতা ছাঁপা হয়েছে। সময় পেলে পড়েন। Saturday at 19:10 · Like · 1 Akash Lina আপনাকে একটা অনুরোধ করছি। ওখানে আপত্তিকর কমেন্টগুলো কাইন্ডলি ডিলিট করে দিন, যেগুলো আপনার স্ট্যাটাসের সাথে সম্পর্কিত নয়। আপনি পোস্টটা দেবার আগে যদি আমাকে জানাতেন, তাহলে সত্যটুকু জানতে পারতেন। যাহোক মন-মালিন্য বাড়ানো সহজ,বন্ধুত্বের পথ কঠিন। Saturday at 19:10 · Like · 2 Akash Lina uporer amar coment-a-maznu shah amar inboz-a-ja patiyechen tha tule dhora holo Saturday at 19:11 · Like Tamanna Ahmed Lina darun! Saturday at 19:18 · Like · 1 Akash Lina sorry, amar wall ta amar/ apnar noy/ apnar wall-a-ota din/ amar problem nei/ nahole jara apnake tag korle apnar bodhhozom hoy gesstric jonitho karone seta mathay reke onner wall-tag korben na/ ami kawke tag kori na/ Saturday at 19:40 · Like · 1 Rayhan Rhyne ‎Maznu Shah, কবিতা পড়ার রুচিকে গণতান্ত্রিক হতে হবে এটা যদি না মানা যায়, তবে অশ্লীলতা সংক্রান্ত রুচির ক্ষেত্রেও তাই হবার কথা। যাউক। তুমি চাইলে গালাগালির কমেন্টগুলা মুছতে পারো, দুপুরকে সব্বাই বোধয় চেনে। Akash Lina, ‌'আমার ওয়ালটা আমার' বলার ভেতরে এলিটিটি নাই? বন্ধুত্বের দাবি শুধু চৌরাস্তা পর্যন্ত! কিছু ব্যাপার খুব গোলমেলে ঠেকছে। সাইবার স্পেসটা গণতান্ত্রিক হওয়া দরকার এই ঘোষণার সংগে আপনি অনেকগুলা বিরোধ নিজেই সৃষ্টি করলেন। সেগুলো যদি আপনি নিজে বুঝতে না পারেন তাইলে আপনাকে কে আর বোঝাবে। Saturday at 20:34 · Like · 2 Akash Lina রাইন > গণতান্ত্রিকতার বিউটি ই তো হলো নিজের অধিকারটা বজায় রাখা। যদিও গণতন্ত্রে ও ঝামেলা আছে। যেমন ১০ জন ভোটার। ধরেন, ৪জন ভোট দিল কংগ্রেসকে। ৩জন বিজেপিকে। ৩জন অন্যদলকে। ১জন কাউকে দিল না। কিন্তু আমরা ৪জন যাদের ভোট দিল তাদের বলি সংখ্যাগরিষ্টের সরকার। কিন্তু সংখ্যাগরিষ্ঠ তো কংগ্রেসকে ভোট দেয়নি। আর কবিতা পড়ার রুচিকে গণতান্ত্রিক বলতে যাবো কোন সাহসে? আমি এই স্পেসকে বলতে চেয়েছি ডেমোক্রেটিক।এর বাইরে কিছু না। আর এলিটিটি বলতে আমার মধ্যে আপনি যেটা দেখেছেন সেটাও ঠিক নয়। কারণ আমার একটা নীচের দিকের কমেন্টে দেখেন আমি বলেছি যে , আমার ওয়ালে মজনুশাহ একারণে ট্যাগ করতে পারবেন না কারণ তিনি ট্যাগজনিত বদহজমে ভোগেন। ব্যাকটেরিয়া ভীতি থেকে স্ব্যাস্থ্য সম্পর্কিত সচেতনতা এটা, আর কিছু নয়। আর শ্লীলতা অশ্লীলতা একেকজনের কাছে একেকরকম। মজনু শাহের ‘লাইকস’ দেওয়া কমেন্টগুলোয় আপনি রুচিহীনতা পাননি সম্ভবত একারণে যে তাকে আপনি হয়তো ব্যাক্তিগতভাবে চেনেন,জানেন। আমাকে চেনেন না ,জানেন না। এই যে স্বজনপ্রীতি আপনার এটা আমার কাছে অশ্লীলতা। যাক দর্শনের অধ্যাপক হিসেবে আমি আপনার কাছে আরো অনেক কিছু শিখতে আগ্রহী Saturday at 20:51 · Like · 2 Rayhan Rhyne ভুল বুঝলেন। লিখেছেন, ‌'এই যে স্বজনপ্রীতি আপনার এটা আমার কাছে অশ্লীলতা'। আমি তো গালাগালির কমেন্টগুলো মজনুকে মুছতে অনুরোধ করেছি এবং তাকেই বলেছি যে, ‌'কবিতা পড়ার রুচিকে গণতান্ত্রিক হতে হবে এটা যদি না মানা যায়, তবে অশ্লীলতা সংক্রান্ত রুচির ক্ষে...See more Saturday at 22:02 · Like · 3 Astanirjan Dutta manus fb te somoi pele ki ki korte pare dekhlam...baps...adbhut.....dhus...biraktikar.....ami er jibone akaslina ba tathakothityo naktyder post ..jader vabtam bidh hoi annya kichhu bolte chai bole portam....pore somoi nostyo korbo na....fb sotty ekta ati faltu jaiga hoye jacchhe din ke din...dhus.... Saturday at 22:55 · Like · 2 Asheque Ibrahim বাহ্ ! কি চমৎকার !! Saturday at 23:31 · Like Kazi Romena রায়হান রাইন-আমরা পাঠকেরা বসে আছি আপনার 'এবিউসিভ এন্ড হোমিনেম'এর ব্যাখ্যা বুঝার জন্য ।যে কোন যুক্তি প্রতিষ্টিত হওয়া আগ পর্যন্ত যুক্তির ধর্মনুযায়ী তর্কগুলা আগাই আসে ।তর্ক করতে করতে অংশতযুক্তি,শিথিল যুক্তির ুউপস্হিতি লক্ষ্য করা যায়-কিন্তু তর্ক চলতে থাকে।যুক্তি আছে যুক্তি নাই-এই তর্ক য়ুক্তিকে প্রতিষ্টিত করে-হঠাৎ করে তর্ক থামাই দেওয়ার যুক্তিকে যুক্তি বাতিল করে দ্যায় । Yesterday at 12:50 · Like Kazi Romena াআমরা বলতে পারি না-বলেই মজনু শাহ বলছেন 'প্রায় পণ্যের মতো করে সবর্ত্র বিছিয়ে রাখেন কবিতা'এর ব্যাখ্যা আপনার কাছে চাইছি বিনীতভাবে ।ভালো থাকবেন । Yesterday at 13:07 · Like Kazi Romena মজনু শাহ -আমি ভুলে যাইনি,তাছাড়া হাতের কাছে আপনার লিংটা আছে,আপনি বলেছিলেন সাধনার কথা (পণ্যের ব্যাপারে) তাই না ?হ্যা সমালোচনায বদহজমের কথা বলেছেন কিন্তু কবিতাকে পণ্যের সাথে তুলনা করেছেন।কষ্টের সাথে বুঝি েএখানেও (মুখপাতা)ব্যাক্তি আছে,কর্তৃত্ব আছে,আছে কর্তিত মনোভঙ্গি,আছে সামপ্রদায়িকতা ।এইইইই সব আমাদেরকে দীর্ঘজীবী করুক । 23 hours ago · Like · 3 Kazi Romena মজনু শাহ-আকাশলিনার স্ট্যাটাস এবঙ আমার লিখা আরো একবার পড়ার জন্য অনুরোধ জানাই ।আপনিও ভালো থাকবেন । 23 hours ago · Like · 2 Akash Lina মজনু শাহ > জ্ঞানকান্ড ও কান্ডজ্ঞান নিয়ে দেখলাম একটা কমেন্টে বানী দিয়েছেন। কান্ডজ্ঞান কী জ্ঞানের বাইরে ? আর আপনার আগের পোস্টের ব্যাপারে আমি বলেছি । আবারো বলছি যে ‘ এলিটিটিজম ’ আপনি দেখিয়েছেন আমি তার বিরোধীতা করেছি মাত্র। ভালো থাকবেন। 21 hours ago · Like · 2 Akash Lina কাজী রোমনো> মজনুশাহ ঘুময়িে থাকার চষ্টো করলে আপনি উনার ঘুম ভাঙাতে পারবনে না। প্লজি বাদ দনে। 21 hours ago · Like · 1 Madhobi Lota অস্তনিরঞ্জন দত্ত > দাদা, আপনি বিশ্রাম নিন। আপনি ক্লান্ত। আপনাকে এখানে কে দাওয়াত দিয়েছে ? 21 hours ago · Like · 1 Madhobi Lota রাইন ভাইয়ের এমন অবস্থা দেখে মনে হচ্ছে তিনি যুক্তি প্রকৌশলের দার্শনিক বালখিল্যতায় ভূগছেন। রাইন > 21 hours ago · Like Akash Lina MAZNU SHAH>আমরা বলতে পারি না-বলেই মজনু শাহ বলছেন 'প্রায় পণ্যের মতো করে সবর্ত্র বিছিয়ে রাখেন কবিতা'এর ব্যাখ্যা আপনার কাছে চাইছি বিনীতভাবে ।ভালো থাকবেন । 2 hours ago · Like Maznu Shah পণ্যের মতো করে বিছিয়ে রাখার ব্যাপারটাও ঐ পোস্টে স্পষ্ট করে...See more 21 hours ago · Like Akash Lina বদহজমের বিষয়টা কেনো টেনেছি আমারঠিক আগের কমেন্ট এ যে লিংকটা দিয়েছি তা দেখে স্পষ্ট হয়ে নিন প্লিজ। এবার অন্যরা বোঝবেন আমি না আপনি কে মিথ্যাচার করছেন। ভালো থাকবেন। Maznu shaah 21 hours ago · Like · 1 Akash Lina মজনু শাহ > কাজী রোমেনার সাথে আপনার আলাপ আপনার পোস্টেরই সূত্র ধরে। সেই হিসেবে বদহজমের কথা তোলা আপনার পোস্টেরই বর্ধিত রুপ হিসেবে এখন আপনার স্বীকার করতে অসুবিধা কোথায় ? নাকি ধরা খেয়ে গেলেন বলে ? 21 hours ago · Like · 1 Akash Lina মজনু শাহ ,ভুল করলে আমার ‘সরি‌্য’ বলায় কোনো আপত্তি ছিল না আগেও বলেছি। কিন্তু এতক্ষণে আপনার অবস্থা দেখে সত্যি হাসি পাচ্ছে। মায়া হচ্ছে। যাক ,এখন আমি অফিসের কাজে ডুবে যাবো। তো , বেশ কিছুক্ষণ আমি অনলাইনে থাকব না। আপনার কবিতা আমায় ট্যাগ করুন। পড়তে চাই। আর আমাদের ব্যাপারে অন্যরা রায় দিক। আপনার আমার বাতচিত এ পর্যন্ত থাক। কারণ আমরা দু’জনই এরিমধ্যে নিজেদের অবস্থান যথেষ্ঠ প্রমাণ করতে চেয়েছি, কী বলেন। 21 hours ago · Like · 2 Rudro Huq মজনুভাই তর্কবাজ পাখিদের খপ্পরে পড়ে গেছেন মনে হচ্ছে..এখানে আমি সুস্পষ্টভাবে মজনু ভাইকে হেয় প্রতিপন্ন করার হীন রাজনৈতিক মনোভঙ্গী ও বাক্যালাপ দেখতে পাচ্ছি। কথার সামান্য খুঁত ধরে এত বড় স্ট্যাটাস উদ্দেশ্যপ্রনোদিত না হয়ে পারেই না। মজনুভাইর ও উচিত...See more 20 hours ago · Like · 5 Rudro Huq আপনাকেও ধন্যবাদ মজনু ভাই। ফেসবুকে যারা ওভার স্মার্টনেস প্রদর্শন করতে আসে তাদের সম্পর্কে আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে। তর্কবাজ পাখিদের থেকেতো বটেই.. 20 hours ago · Like · 3 Madhobi Lota রুদ্র > আপনি লিখেছেন ‘সামান্য কথার খুঁত ধরে ’ তারমানে মজনু ভাইকে তো ভাই আপনি খপ্পড়ে ফেলে দিলেন। তার কথায় খুঁত আছে তা’হলে। যাক ‘রাজনৈতিক হীন উদ্দেশ্যে’ একজায়গায় লিখেছেন । রাজনীতি কোন জায়গায় দেখলেন ভাই ? আ’লীগ বনাম অ্যান্টি আ’লীগ এখানেও আছে ন...See more 20 hours ago · Like · 3 Rudro Huq মাধবি > আপনার বাচন ভঙ্গীর মধ্যেও রাজনৈতিক যুক্তি প্রদর্শনের গন্ধ পাওয়া যায়..আমি আপনি বা আকাশলীনা কে চিনিনা। আপনার বা আকাশলীনার সাহিত্য আমি পড়িনি। সাহিত্য কিংবা শিল্প সম্পর্কে আপনাদের সত্যিকার অর্থেই সেন্স কতটুকু তা আমি জানিনা। আর যাদের ভ...See more 20 hours ago · Like · 1 Rahim Shah Amra khub sadharon, kobita kom bujhi. Tobe Maznu Shah, Akash Lina, Madhobi Lota, Kazi Romana & Dupur Mitra-ke Bhaloi Upobhogh korlam. Ja valo legechhe Like diyechhi. Aar ki korar achhe amader! 19 hours ago · Like Rahim Shah Rudro Huq, tarko pakhira kore na, Tarko kora manusher kaaj. 19 hours ago · Like · 2 Arup Sarma কান্ডজ্ঞান কী জ্ঞানের বাইরে ?...খুব ভাল লিখেছ দেমক্রাটিক।।তুমি লিখে যআও 18 hours ago · Like Arup Sarma ‎,apnar likha'ti porlam / bhalo laglo।। দূর্দান্ত! 18 hours ago · Like Akash Lina Arup'da ei sankha pakkik desh-a-amar 2ta kobita chapa hoyeche, somoy pele poren/ bhalo thakben 18 hours ago · Like · 1 Arup Sarma Amra tmar kobite pelii khub kushi hoi...pl send kore din khusii hobo arup74@gmail.com 18 hours ago · Like · 1 Akash Lina ok 18 hours ago · Like Rudro Huq মজনু ভাই, স্ট্যাটাস এর সেন্সর শীপ এর কাঁচির ব্যবহার নিয়েই আমার আপত্তি Lina র কাছে আর কিছু নয়। আর স্ট্যাটাসের প্রেক্ষিতে আলাপ আলোচনা পড়ে আমার যা মনে হয়েছে তাই বলেছি। আর মাধবী, আমার কাছে কোন বড় কবি নেই.. খুচরো পয়সার মত কেবল কবিতা জমাই আমি নানান হাট থেকে... 18 hours ago · Like · 1 Arup Sarma Satti katha ,sadharon manus er katha tmar kobita te paii..tai tmar kobita amader moto comred er natun inspiration diye thake Red saluate 2 u.. 18 hours ago · Like · 1 মুহামমাদ হানযালা ‎(Maznu Shah সামান্য দ্বিমত যেখানে বদহজম হয়, সেখানে গালি দেবার কথা চিন্তা করাটা অনেক দূরের ব্যাপার। কবিতার সত্যিকার সমালোচনাও এখানে করাটা নানাকারণে কঠিন মনে হয়, তবে করতে পারলে সবখানেই সবকিছু সম্ভব। Kazi Romena মার্চ 11, 7:56অপরাহ্ন-এ · ভালো...See more 16 hours ago · Like · 1 Ranadipam Basu এতোক্ষণ ধরে দীর্ঘ আলোচনা পড়লাম। ভাগ্যিস কবিতা ও তর্কশাস্ত্র খুব কম বুঝি আমি !! হা হা হা !! তবে এরকম বুদ্ধিদীপ্ত আলোচনায় যে অনেকেরই নজর পড়ে সেটা জানানোর জন্যেই এই মন্তব্য। কোন মতামত দেয়া নয়। কারণ কোন মতামত দিলে তা প্রতিষ্ঠিত করার দায়বদ্ধতাও মনে হয় চেপে বসে মতামত দানকারীর উপর। যোগ্যতার অভাব ও সময়-খরা উভয়টাই দায়ী আমার ক্ষেত্রে। তাই এটা কেবলই এক অর্বাচীন মন্তব্য হয়ে থাক। ধন্যবাদ সবাইকে। 16 hours ago · Like · 1 Jabed Peerjada হানযালা > পুরো লিংকটা পড়–ন। আকাশলীনার স্টেটাস এবং কমেন্টগুলো আবার পড়–ন। বারবার সময় থাকলে পড়–ন । এরপর যদি পক্ষপাতিত্বে কোনো হীন উদ্দেশ্য যদি না থাকে তবে স্বীকার করবেন যে মজনুশাহ’র এমন কতৃৃত্ববাদী মন্তব্যের জন্য মাফ চাওয়া উচিৎ। আকাশলীনা মাফ চ...See more 16 hours ago · Like · 2 Joyoti Simi I agree with peerjadha's opinion 16 hours ago · Like Rayhan Rhyne Maznu Shah, আকাশ লীনা তাঁর স্ট্যাটাসের বদহজম বিষয়ক বিশ্বাস থেকে সরে আসেন নাই। বলেছেন, যদি ভুল করে থাকেন তবে পাব্লিক প্লেসে সরি বলতে তাঁর সমস্যা নাই। এখন, ভুল উনি করেছেন, ধারণা করছি, সরি হবার জন্য উনি প্রস্তুত, স্রেফ সময়ের ব্যাপার। অনন্ত কাল...See more 16 hours ago · Like · 1 Kazi Romena রুদ্র হক-মূর্খ চান না,পন্ডিতি চান না,সমালোচকোও চান না,এমনকি তর্কবাজ ও চান না,তবে আপনি কি চান ?অনুগ্রহ করে বললে ভালো হয় । 16 hours ago · Like · 1 Kazi Romena যাদের ভার সর্ম্পকে জানেন না তাদের যুক্তি-তর্কের ভিতর প্রবেশ করলেন কিভাবে এবঙ মতামত ও দিলেন ।এটা কেমন ধরনের চৌকষহীনতা ?হীন রাজনৈতিকউদ্দশ্য কিভাবে পেলেন ? 15 hours ago · Like Kazi Romena প্রশ্নগুলা আপনার উত্তরটা আমার চাই,কেননা আপনি অনেক ভার ভার শব্দ ব্যবহারে পারদর্শিতার পরিচয় দেখিয়েছেন -রুদ্র হক-আশাকরি কোন তর্কে না গিয়ে উত্তরগুলা জানাবেন। 15 hours ago · Like Kazi Romena রায়হান রাইন-যুক্তিতর্কের মাজেজাই এই,সে অশুভবোধকে (যদি থেকে থাকে) বোধের দিকে ধাবিত করে,আপনি কি সে জায়গায় ব্যর্থ ?আবারো বিনয়পূর্বক বলছি । 14 hours ago · Like Write a comment... Like · · Unfollow post · Share · Delete Shameem Reza, Onimesh Rudra, Ashraful Musaddeq and 17 others like this. 3 shares Pavel Iqbal দুপুর দা আপনি সামনে থাকলে মজনু-টজনু , আবাল-টাবাল, বাল-ছাল আগাছাগুলারে চুইদ্দা ফাঠাই ফেলামু। আগান। 26 March at 14:03 · Like Pavel Iqbal দেশে আরো যে সব আগাছাগুলা আছে সব মজনুর বিচি ধইরা মইলা মজা পায়। এগুলা কবি না। না ফুঠাইন্না বাইচ্চা। 26 March at 14:08 · Like Maya Dearth Peace ♥ 26 March at 17:16 · Like Ahammad Shibu ghum ashtase 27 March at 17:55 · Like Mukta Rahman ‎@pavel iqbal apni amar frnd list e nai...darun.... 27 March at 18:39 · Like · 1 Urmi Khan what an abusing of fbook.... lolzzzzzzz 27 March at 20:09 · Like · 1 Pavel Iqbal আমি আপনারে রিকোয়েস্ট পাঠাতে পারছিনা। জোকারবার্গের সাথে সামান্য সমস্যা চলতাছে। আপনি আমারে রিকোয়েস্ট পাঠান। আপনার অসামান্য বন্ধু হয়ে থাকবে।@Mukta 27 March at 21:40 · Like Kartik Ghagra majkane vuler dayel, k somaluchona erate pare! jara pare tader nie kunu kota nei. jara pare na tader nie... 29 March at 23:19 · Like Ashraful Musaddeq xcellent sharing Saturday at 07:06 · Like Subrata Augustine Gomes ‎Dupur Mitra, apnar ei post-Ta ami remove korchhi amar wall theke... asha korchhi aemon kichhu amar shonge share korben na ar... gaye poRe kodorjo kothabarta ba galagali shonbar baRti kaan amar nai... (cc- Maznu Shah) Yesterday at 02:23 · Like · 2 Pavel Iqbal শালা গোমেজ, জীবনে একটা কবিতা লেখে নাই। ভাব দেখলে গা জ্বালা করে। মনে হয় শালারে কল্পনা কইরা হাত মারি। এই সব এলিট কবি দেখলেই গা গরম হয়। Yesterday at 02:30 · Like · 1 Dupur Mitra আমি ভেবেছিলাম এরকম কান আপনি সবসময়ই খাড়া করে রাখেন। আপনার এরকম কিছু নোট দেখেছি তো http://www.facebook.com/note.php?note_id=10150131194031291 মাসুদ খান-এর নোতুন বই "আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি" এই বইয়ের বিজ্ঞাপন না দিতে পারলে আরাম লাগত। কিন্তু না-দেওয়াও অসম্ভব... ইংরাজিতে একেই বোধ হয় বাইটিং দ্য বুলেট ব'লে থাকে! by: Subrata Augustine Gomes 4 hours ago · Like · Dupur Mitra ‎Subrata Augustine Gomes 4 hours ago · Like